English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১৭:৪১

চান্দগাঁওয়ে করোনার টিকা নিবন্ধন বুথ উদ্বোধন

অনলাইন ডেস্ক
চান্দগাঁওয়ে করোনার টিকা নিবন্ধন বুথ উদ্বোধন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন সহায়তা বুথ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদের নির্দেশে এ বুথ উদ্বোধন করা হয়।

এ বুথ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতা শাফায়েত-উল হক জাবেদ। সোমবার (১২ জুলাই) চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এ ব্লক ও ফরিদের পাড়ায় দুইটি বিনামূল্যে করোনার টিকা নিবন্ধন বুথ উদ্ধোধন করা হয়।

করোনার টিকা নিবন্ধন বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকার কল্যাণ সমতির সাধারণ সম্পাদক আবুল মনছুর, চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগ নেতা তারেকুল ইসলাম, কল্যাণ সমিতির সহ-সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ, যুবলীগ নেতা মো. আলমগীর, হাসান মোরশেদ, তাজুল ইসলাম, এস এফ জামান, আরিফ হাসান, শহিদুল ফজল তৌহিদ, বখতিয়ার, নজরুল, আসিফ ইমরান, আব্দুল আল ফরহাদ, রিজভি, আরিফ, মেহেদী প্রমুখ।