English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১৭:১৩

রংপুরে পৌঁছেছে মডার্নার ১২ হাজার টিকা

অনলাইন ডেস্ক
রংপুরে পৌঁছেছে মডার্নার ১২ হাজার টিকা

যুক্তরাষ্ট্রের উৎপাদিত করোনার টিকা মডার্নার ১২ হাজার ডোজ রংপুরে এসে পৌঁছেছে। এই টিকা শুধু রংপুর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের দেওয়া হবে। মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে মডার্নার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের গণটিকাদান কার্যক্রম শুরু হবে।

প্রথম ডোজ হিসেবে ১২ হাজার জনকে এই টিকা দেওয়া হবে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

রবিবার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায় টিকা। এসময় সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা ভ্যান থেকে ১২ হাজার ডোজের ৩টি কার্টন নামিয়ে ইপিআর স্টোরে সংরক্ষণ করেন। টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে টিকা নিতে হবে।সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ঢাকা থেকে ফ্রিজার ভ্যানে পাঠানো মডার্নার টিকার ৩টি কার্টন রংপুর পৌঁছেছে। এসব ভ্যাকসিন কোল্ড চেইন মেইনটেইন করে ইপিআর স্টোরের আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। প্রতি কার্টনে ১২০ ভায়াল রয়েছে। প্রতি ভায়ালে ১০টি করে ডোজ রয়েছে। যাদের বয়স ৩৫ এর নিচে তারা এ টিকা নিতে পারবেন না।

আগামী ৩০ দিনের মধ্যে মডার্নার এই ডোজ প্রদান সম্পন্ন করা হবে। রংপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের টিকাকেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানান সিভিল সার্জন। এই টিকা যারা নেবেন তাদের দ্বিতীয় ডোজের টিকা দিতে হবে।

তিনি বলেন, মডার্নার ১২ হাজার ডোজ শেষ হলে পর্যায়ক্রমে আরও ডোজ আসবে। উপজেলা পর্যায়ে ৪০ হাজার সিনোফার্মের টিকা পাঠানো হয়েছে। এসব টিকা সোমবার থেকে প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে যারা নিবন্ধন করেছেন, কেবল তারাই দ্বিতীয় পর্যায়ে ডোজের টিকা নিতে পারবেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত রংপুরে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৭২৪ জন। দ্বিতীয় ধাপে ৯০ হাজার মানুষকে এই টিকা দেওয়া হয়েছে।