English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১২:৪৯

চুয়াডাঙ্গায় টিকা নিতে আগ্রহ বেড়েছে মানুষের

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় টিকা নিতে আগ্রহ বেড়েছে মানুষের

চুয়াডাঙ্গায় সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের টিকা নিতে আগ্রহ বেড়েছে। অনেকে রেজিস্ট্রেশন করার পরপরই টিকা কেন্দ্রে আসছেন টিকা নিতে। কেউ কেউ দ্বিতীয় ডোজের টিকার খোঁজে আসছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের টিকা কেন্দ্রে। 

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, সরকারের গণটিকা কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গা জেলায় ১৭ হাজার ৬০০ ডোজ সিনোফার্মার টিকা পৌঁছেছে। সদর হাসপাতাল কেন্দ্রে গড়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন টিকা নিচ্ছেন। 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর টিকা গ্রহণকারিদের মধ্যে আগ্রহ কম ছিল। এজন্য সময়মতো টিকা না নিয়ে অনেকেই দ্বিতীয় ডোজের টিকা পাননি।সংক্রমন বেড়ে যাওয়ার পর টিকা নেওয়ার প্রতি আগ্রহ বেড়েছে। জেলায় শুধুমাত্র সদর হাসপাতাল কেন্দ্র থেকে টিকা দেওয়া হচ্ছে। এ কেন্দ্রে গড়ে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জন টিকা নিচ্ছেন। রবিবারও সারাদিনে ৭০০ জন টিকা নিয়েছেন। যা গত বছর শুরুর দিকে ছিল গড়ে প্রতিদিন ৬০-৮০ জন।