English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১২:৪৭

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে রেকর্ড মৃত্যু

অনলাইন ডেস্ক
বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে রেকর্ড মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেলের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩০৭ জন রোগী। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সব শেষ করোনা শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ।

মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে রেকর্ড সংখ্যক ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল সর্বাধিক ৩০৭ জন রোগী। 

এর আগের ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মারা যায় ৮ জন রোগী। গত রবিবার ভর্তি ছিলো ২৯৮ জন রোগী।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে বরিশাল জেলা ও মহানগরের ১২ জন, ঝালকাঠীর ৪ জন, বরগুনার ১ জন, পিরোজপুরের ১ জন এবং মাদারীপুরের রোগী রয়েছে ১ জন। তাদের করোনার নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে রবিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা পজেটিভ হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৬৪.৩৬ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিলো ৬২.২৩ ভাগ। 

এর আগে গত সোমবার পিসিআর ল্যাবে সর্বোচ্চ ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিলো।    

মেডিকেলের করোনা ওয়ার্ডে আইসিইউ শয্যা রয়েছে ২২টি। হাই ফ্লো ন্যাসল ক্যানোলা রয়েছে ৬৯টি। সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে ১০৩টি শয্যায়। অক্সিজেন সিলিন্ডার রয়েছে ৪৭০টি। 

শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় মুমূর্ষ রোগীরা করোনা ওয়ার্ডে ভর্তি হলে তাৎক্ষনিক তাদের হাই ফ্লো ন্যাসল ক্যানোলা কিংবা সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা যাচ্ছে না। ২২টি আইসিইউ শয্যার দ্বিগুণ মুমূর্ষ রোগী অপেক্ষায় আছেন আইসিইউ পাওয়ার।  

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম করোনা ওয়ার্ডে একদিনে ১৯ জন রোগী মৃত্যু এবং সবার্ধিক ৩০৭ জন রোগী ভর্তি থাকার সত্যতা নিশ্চিত করেছেন।