English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১২:৪২

ফরিদপুরে করোনা রোগীদের ভরসা “কুইক রেসপন্স টিম”

অনলাইন ডেস্ক
ফরিদপুরে করোনা রোগীদের ভরসা “কুইক রেসপন্স টিম”

দেশের এ ক্রান্তিলগ্নে করোনা রোগীদের সেবায় ফরিদপুরের স্বেচ্ছাসেবক লীগ-এর “কুইক রেসপন্স” টিম অবিরাম ছুটে চলেছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের জন্য এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ , মৃত ব্যক্তির লাশ দাফন, দুঃস্থ ও অসহায় মানুষের ফোন পেয়ে ছুটে চলেছেন খাদ্য সামগ্রীর ব্যাগ নিয়ে।

জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ এর নির্দেশনায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহমেদ রবিনের নেতৃত্বে জীবনের ঝুঁকি নিয়ে কুইক রেসপন্স টিমের সাথে সংশ্লিষ্ট জেলা, থানা ও শহরের সকল নেতৃবৃন্দ ২৪ ঘন্টা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। রোদ, বৃষ্টি উপেক্ষা করে দিন থেকে গভীর রাতে ফোন কল আসা মাত্রই ছুটে যাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে দিশেহারা মুমূর্ষপ্রায় করোনা আক্রান্ত্র রোগীদের কাছে ৷

এছাড়া জরুরি মুহূর্তে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে বিনামূল্যে অক্সিজেন সেবা, রোগী ও লাশবাহী অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনায় মৃতদের সৎকার, করোনা আক্রান্ত রোগীর পরিবারকে খাদ্য সহায়তা এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সুরক্ষা সামগ্রী মাক্স, হ্যান্ড গ্লাভস , হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

কুইক রেসপন্স টিমের এ কার্যক্রম ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে। ইতিমধ্যে তাদের এই কার্যক্রম জনগণের চোখে আশার আলো দেখাচ্ছে সাথে রাজনৈতিক নেতাদের প্রতি জনগণ আস্থা ফিরে পাচ্ছে।

সিহাব, রক্তিম, জাহিদসহ কয়েকজন উপকারভোগী গণমাধ্যমকে বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর যখন নিকট আত্বীয় কাছে আসতে ভয় পাচ্ছে ঠিক তখনই কুইক রেসপন্স টিমকে পাঁশে পেয়েছি। কুইক রেসপন্স টিম আমাদের যাবতীয় সহযোগীতা করে সুস্থ করে তুলেছে। এই অবদান আমরা কখনোই ভুলবো না।

কুইক রেসপন্স টিমের নেতৃত্বদানকারী জেলা আওয়ামী স্বেচ্ছেসেবকলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফয়সাল আহমেদ রবিন বলেন, মানুষ মানুষের জন্য। তাইতো এই ক্রান্তিলগ্নে মানুষের কথা চিন্তা করেই কুইক রেসপন্স টিম কাজ করে চলছে ৷ তিনি জানান, জেলা সদরের ১২ টি ইউনিয়ন ও ২৭ টি ওয়ার্ডে একটি করে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তথ্য সংগ্রহ করে কুইক রেসপন্স টিম।

তিনি বলেন, কুইক রেসপন্স টিম মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ যতদিন করোনা থাকবে ততদিন আমাদের কুইক রেসপন্স টিম মানুষের জন্য কাজ করে যাবে।