English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১২:৪০

যশোরে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ১৭ জন

অনলাইন ডেস্ক
যশোরে ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ১৭ জন

এক দিনের ব্যবধানে যশোরে করোনায় আবারো মৃত্যু বাড়ল। গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৭জন। সোমবার (১২ জুলাই) প্রাপ্ত মৃত্যুর সংখ্যার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৬২জন এবং ইয়েলো জোনে ৬৬। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হয়েছে ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭জন।