English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১১:৫২

মমেক করোনা ইউনিটে আরো ১৭ মৃত্যু

অনলাইন ডেস্ক
মমেক করোনা ইউনিটে আরো ১৭ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন এবং সন্দেহভাজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। এছাড়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ২৬৩ জনের।

সোমবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪১৬ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৪২) ও ত্রিশালের আব্দুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেছা বেগম (৬০), নারায়ণপুরের আবুল মোতালেব (৬৪), নালিতাবাড়ির রোকসানা (২৩) এবং জামালপুর সদরের চান মিয়া (৬৫)।

সম্পর্কিত খবরএ ছাড়া, সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের জলিল (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নূর বানু (৬০), সিরাজুল (৯০), মুক্তাগাছার আল জিন্নাত (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) এবং নেত্রকোণা সদরের আব্দুর রহমান (৫০)।

তিনি জানান, ১১ জুলাই সকাল ৮টা থেকে ১২ জুলাই সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এখন এই হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪১৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষায় আরও ২৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ। জেলায় মোট শনাক্ত ১০ হাজার ১৪৬ জন। সুস্থ হয়েছেন সাত হাজার ৫৬০ জন। মোট ১০২ জন মারা গেছেন বলেও জানান তিনি।