English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১১:০৪

ময়মনসিংহ মেডিকেলে করোনায় নতুন ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ময়মনসিংহ মেডিকেলে করোনায় নতুন ১৭ জনের মৃত্যু

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সময়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

জানা যায়, রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যান তারা।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে যারা হাসপাতালে আসছে, তাদের বেশির ভাগের অবস্থা গুরুতর। আশঙ্কার বিষয় হচ্ছে, এখন কম বয়সী করোনা আক্রান্ত রোগীও আসছে। চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। রোগী বাড়ার সঙ্গে ওয়ার্ড ও বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ লাখ ৭০ হাজার ৫৪৯ জন। সোমবার (১২ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সোমবার (১২ জুলাই) সকাল ৯ টা পর্যন্ত, বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৭৫৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪৯ হাজার ৭১ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২১৮ জন।