English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১০:০৭

চট্টগ্রামে অনিয়ন্ত্রিত করোনা, সব রেকর্ড ভেঙ্গে আক্রান্তের নতুন রেকর্ড

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে অনিয়ন্ত্রিত করোনা, সব রেকর্ড ভেঙ্গে আক্রান্তের নতুন রেকর্ড

চট্টগ্রামে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল করোনা। জেলাটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হল রেকর্ড ৮২১ জনের। চট্টগ্রামে এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ৬৫ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে চট্টগ্রাম মহানগরের বাসিন্দা ৫০ হাজার ৬৬১ এবং ১৪ উপজেলার ১৫ হাজার ১৬৮ জন। এছাড়া ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮০ জন।

সোমবার (১২ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সরকারি বেসরকারি ১১ টি ল্যাবে সর্বমোট ২ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৮২১ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। যাদের ৫২৭ জন নগরের ও ২৯৪ জন উপজেলার বাসিন্দা। শতকরা হিসাবে এ হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭০ জনের মধ্যে ১১৫ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৫১ জনের মধ্যে ৫৭ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩২৪ জনের মধ্যে ১২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২২৯ জনের মধ্যে ৬৬, কক্সবাজার মেডিকেল কলেজ হাপসপাতালে ২৭ জনের মধ্যে ৪ জন, ৬৬৩ জনের এন্টিজেন টেস্টে ১২৮ জন, ইমপেরিয়াল হাসপাতালে ২১৭ জনের মধ্যে ১০১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ জনের মধ্যে ২৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭ জনের মধ্যে ২২ জন, মেডিকেল সেন্টারে ২২ জনের মধ্যে ১২ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪১ জনের মধ্যে ৭০ জনের করোনা পজেটিভ ফল পাওয়া যায়।

উপজেলায় নতুন শনাক্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৫৭ জন, মিরসরাইয়ে ৩৮ জন, রাউজানে ৩৫ জন, রাঙ্গুনিয়ায় ২৭ জন, বোয়ালখালীতে ২৭ জন, আনোয়ারায় ২৩ জন, পটিয়ায় ১৭ জন, সন্দ্বীপে ১৬ জন, সীতাকুণ্ডে ১৪ জন, চন্দনাইশে ১২ জন, বাঁশখালীতে ১১ জন, সাতকানিয়ায় ৮ জন, ফটিকছড়িতে ৬ জন এবং লোহাগাড়ায় রয়েছেন ৩ জন।