English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৮:০১

রংপুরে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন

অনলাইন ডেস্ক
রংপুরে অনেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন

কঠোর লকডাউনের ১১ম দিনে ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের সাথে লুকোচুরি খেলা খেলছেন। প্রশাসনের লোকজন কোথাও গেলে ব্যবসায়ীরা সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন। প্রশাসনের লোকজন চলে গেলে আবার ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন। কেউ কেউ ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গুনছেন। জরিমানা দেয়ার পরেও থেমে নেই ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা। 

রবিবার দুপুরে নগরীর জিএলরায় রোড ও সেন্ট্রালরোডে দেখা গেছে এই চিত্র। এছাড়া নগরীতে আগের চেয়ে অটো রিকশা চলাচল বেড়েছে। সেই সাথে বেড়েছে লোকজনের সমাগম। 

শনিবার রাত পর্যন্ত করোনা সংক্রমণ প্রতিরোধে মহানগর এলাকায় যানবাহনের অযাচিত ও অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা ও ট্রাফিক বিভাগ কর্তৃক বিধি-বহির্ভূতভাবে চলাচলরত বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মোট ১২৪ টি মামলা করেছেন। এসময় আটক করা হয়েছে ১০ টি যানবাহন। মোট জরিমানা করা হয়েছে হয়েছে ৪ লাখ ৮ হাজার  টাকা।এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানা, ট্রাফিক ও ডিবি কর্তৃকসহ জেলা প্রশাসন, সেনাবাহিনীর টহল দল, র‌্যাবের টহল দল এবং বিজিবি টহল দল যৌথভাবে রংপুর মেট্রোপলিটন এলাকায় লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে মোট ১৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এতে মোট ২৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। লকডাউনের বিধি নিষেধ বাস্তবায়নে সনাবাহিনীর টহল দল ২ টি, র‌্যাব এর ২ টি টহল দল, বিজিবির টহল দল ২ টি ও আনসার ব্যাটালিয়নের ২ টি টহল দল কাজ করছেন।