English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৬:৫০

টেকনাফে সাগরে মাছ শিকারে যাওয়া ২৫ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
টেকনাফে সাগরে মাছ শিকারে যাওয়া ২৫ রোহিঙ্গা আটক

সরকারী নির্দেশনা অমান্য করে সাগরে মাছ শিকারে যাওয়া ২৫ রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ সদস্যরা। এসপি তারিকুল ইসলাম বলেন, দুই ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদককে রোহিঙ্গাদের নৌকায় না নেয়ার জন্য বলা হয়। যদি তারা নির্দেশনা না মেনে চলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

নির্দেশনা অমান্য করে সাগরে মাছ শিকার করতে যাওয়া ২৫ রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ। পরে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

শামলাপুর ২৩ নম্বর উত্তর-দক্ষিণ ঘাট থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬-এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।এসপি জানান, রবিবার ভোররাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের যৌথ অভিযানে শামলাপুর ২৩ নম্বর উত্তর ও দক্ষিণ ঘাট থেকে বিভিন্ন ক্যাম্পের ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে সাগরে না যাওয়ার নির্দেশনা দিয়ে তাদের রোহিঙ্গা ক্যাম্পে চলে যাওয়ার জন্য বলা হয়। একই অপরাধে আবারও তাদের পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এ সময় দুই ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদককে রোহিঙ্গাদের নৌকায় না নেয়ার জন্য বলা হয়। যদি তারা নির্দেশনা না মেনে চলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।