English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৬:০০

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭

অনলাইন ডেস্ক
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৭

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ৩৩ জন। ইয়েলো জোনে আছেন ৪০ জন। এই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৬৮জন এবং গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬জন। এই ওয়ার্ডে মোট চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন এবং মারা গেছেন ১জন। গত ২৪ ঘণ্টায় মৃত করোনা আক্রান্ত ৬জনের মধ্যে ৫জনই নারী।