English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৫:৩৭

বান্দরবানে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
বান্দরবানে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

বান্দরবানের লামায় ট্রাক-মাহিন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (১১ জুলাই) দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায় নি। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে। এখনও সেখানে বালুর নিচে মানুষ চাপা পড়েছে কিনা তা দেখা হচ্ছে। তবে স্থানীয় জনতা ও পুলিশ জানিয়েছে- আহত-নিহতরা সবাই আলীকদমের ভরির মুখ এলাকার বাসিন্দা।

লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, আহতদের উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। এদের অবস্থা গুরুতর। ট্রাকের নিচে কেউ চাপা পড়েছে কিনা তা উদ্ধারে এখনও তৎপরতা চলছে।