English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৫:২৭

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী ও বিক্রেতার জরিমানা

অনলাইন ডেস্ক
মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী ও বিক্রেতার জরিমানা

জাহিদ মাহমুদ, মেহেরপুর থেকে: মেহেরপুরে কঠোর লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখায় দোকান মালিক সহ এক ক্রেতার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরের দিকে মেহেরপুর শহরে বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মেহেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে র‍্যাবের সহযোগিতায় শহরে ভ্রাম্যমাণ অভিযান চলাকালীন সময়ে বড় বাজার এলাকায় সাঈদ ফ্যাশন লকডাউন উপেক্ষা করে দোকানে বেচাকেনা করছিল।

এ সময় সেখানে অভিযান চালিয়ে দোকানের কর্মচারী শহরের শেখপাড়ার হকছেদ আলীর ছেলে রাজুকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার নিকট থেকে দুই হাজার টাকা জরিমানা এবং ক্রেতার নিকট থেকে ২শ টাকা জরিমানা আদায় করা হয়।