English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৫:১২

দ্বিতীয় দফায় বাগেরহাটে করোনা টিকা নিলেন ১৫৯৮ জন

অনলাইন ডেস্ক
দ্বিতীয় দফায় বাগেরহাটে করোনা টিকা নিলেন ১৫৯৮ জন

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় দফায় করোনা টিকা নিয়েছেন আরও ৬০৬ জন। এ নিয়ে জেলায় দ্বিতীয় দফায় এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ১ হাজার ৫৯৮ জন। 

আজ রবিবার জেলা সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জেলায় দ্বিতীয় পর্যায়ে দুই দফায় সিনোফার্মের ২৮ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। গতকাল শনিবার দ্বিতীয় দফায় করোনার টিকা নিয়েছেন ৬০৬ জন। আর মোট দ্বিতীয় দফায় করোনা টিকা নিয়েছেন ১ হাজার ৫৯৮ জন। বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে করোনার টিকা দেওয়া হচ্ছে। আগামীতে অন্যসব কেন্দ্র থেকেও দ্বিতীয় দফায় করোনা টিকা দেয়া শুরু হবে। এখন করোনা টিকার রেজিস্ট্রেশন চলছে।