English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১২:৪৮

বগুড়ায় করোনাক্রান্ত ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
বগুড়ায় করোনাক্রান্ত ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে তিনজন বগুড়ার। এছাড়া বাকি চারজন অন্য জেলার। 

করোনায় আক্রান্ত হয়ে মৃতরা হলেন-  বগুড়া সদরের মোজাম্মেল (৭৫),  ধুনটের সহুরা বেগম (৬৫), শিবগঞ্জের মহিউদ্দীন (৭২), সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার মুরাদ (৪৫) এবং নাটোরের মিনা খানম (৫৫)। 

এদের মধ্যে মোজাম্মেল, সহুরা ও মহিউদ্দীন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, জিয়াউল, বজলুর ও মুরাদ সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে এবং মিনা খানম টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বগুড়ার ডেপুটি  সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহীন রবিবার (১১ জুলাই) সকালে অনলাইন ব্রিফিংয়ে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৮৭টি নমুনা পরীক্ষায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রন্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। এদের মধ্যে সদরের ১০১ জন, শেরপুরের ২২ জন, সারিয়াকান্দির ১১ জন, নন্দীগ্রামে ১০ জন, সোনাতলায় ৮ জন, গাবতলীতে ৮ জন, শাজাহানপুরের ৬ জন, ধুনটে ৫ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, শিবগঞ্জে ৪ জন এবং কাহালুতে ৪ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৮৫ জন।

তিনি আরও জানান, গতকাল শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২৬ নমুনায় ১৬ জনের এবং এন্টিজেন পরীক্ষায় ১৩৮ জনের মধ্যে ৩৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ জনের নমুনায় ২৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। 

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৫ হাজার ৭০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫ জন এবং ৪৬৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৭০৫ জন চিকিৎসাধীন রয়েছেন।