English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১২:৩৫

নোয়াখালীতে আরও ১৯ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক
নোয়াখালীতে আরও ১৯ জনের করোনা শনাক্ত

নোয়াখালী জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫৩ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৪৮৬ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯ জন, সুবর্ণচরে ৪ জন, বেগমগঞ্জ ৫৫ জন, সোনাইমুড়ীতে ৮ জন, চাটখিল ১৬ জন, সেনবাগে ২০ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে রয়েছে ২১ জন। মৃত্যুর হার ১ দশমিক ২৪ শতাংশ।

রবিবার (১১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে।ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১ জন, সেনবাগে ১ জন, চাটখিলে ৮ জন, কোম্পানীগঞ্জ ৬ জন, কবিরহাটে ৩ জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৭ শতাংশ।