English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১২:১৪

হাসপাতালে সাংবাদিকের হাতে হাতকড়া, সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক
হাসপাতালে সাংবাদিকের হাতে হাতকড়া, সমালোচনার ঝড়

ঠাকুরগাঁও আধুনিক জেলা সদর হাসপাতালে বরাদ্দের বিপরীতে করোনা আক্রান্ত রোগীদের কম টাকার খাবার পরিবেশন করা হচ্ছে—এমন সংবাদ প্রকাশের জেরে হাসপাতালের তত্ত্বাবধায়কের করা মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক তানভীর হাসান তানু। শনিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে থানাহাজতে নেয়া হলে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দেখা যায়, পুলিশি হেফাজতে হাসপাতালের বেডে হাতকড়া পড়িয়ে রাখা হয়েছে তাকে।

সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতার ও হাসপাতালের বেডে হাতজড়া পড়িয়ে রাখার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। তানুর মুক্তির দাবিতে এবং মামলা প্রত্যাহার চেয়ে জেলা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে উঠেছে। সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষও ফেসবুক পোস্ট করে নিন্দা জানাচ্ছেন।

এ ঘটনায় বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর সভাপাতি খায়রুল আলম রফিক বলেন, কারাবন্দি অবস্থাতেই হাসপাতালে যেখানে ডেসটিনির পরিচালক জুম মিটিং করে সেখানে একজন সাংবাদিককে হাসপাতালের বেডের সাথে হাতকড়া পড়িয়ে রাখা হয়েছে। বিষয়টি নিন্দনীয়।

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘একটি সত্য সংবাদ করার পরই এভাবে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানি করা মানে দেশের কণ্ঠ চেপে ধরা। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে তানুকে গ্রেফতারের বিষয়ে আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি। পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যাব।’

জেলার আরেক সাংবাদিক জীবন হক লিখেছেন, ‘সাংবাদিক তানভীর হাসান তানুর নিঃশর্ত মুক্তি চাই। সত্য লেখা যদি অপরাধ হয়, তাহলে আমিও সেই অপরাধ বারবার করতে চাই।’ জেলার এক ব্যবসায়ী সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘সত্যের জয় হয় এটা এখন পুরাতন কথা। এখন সত্য মানেই আপনি হয়রানির শিকার।’

দৈনিক ইত্তেফাকের পঞ্চগড়ের প্রতিনিধি সাজ্জাদ লিখেছেন, ‘এভাবে এক সাংবাদিককে হয়রানি করা ঠিক না। এর তীব্র নিন্দা জানাই। এভাবে সত্য প্রকাশে বাধা দিতে থাকলে একসময় সত্য লেখা বা আলোচনা বন্ধ হয়ে যাবে।’ জনকণ্ঠের নীলফামারী প্রতিনিধি তাহমিম ববি তার ফেসবুক পোস্টে তানুর নিঃশর্ত মুক্তি চান। মুক্তি না দিলে কঠোর আন্দোলনের যাওয়ারও হুমকি দেন তিনি।

সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতারের ঘটনায় ফেসবুকজুড়ে ঘুরে বেড়াচ্ছে এমন হাজারো পোস্ট ও কমেন্ট। যেখানে সবাই তানুর বিরুদ্ধে দেওয়া মামলার প্রতিবাদ ও মুক্তি দাবি করছেন।

উল্লেখ্য, সাংবাদিক তানভীর হাসান তানু অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজ, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি তার কর্মজীবনে সাংবাদিকতার শুরুতে বিডি২৪লাইভের ঠাকুরগাঁও প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন ।