English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১২:০৫

কুড়িগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শন

অনলাইন ডেস্ক
কুড়িগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসকের আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শন

 শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সুজাউদ্দৌলা।

শনিবার (১০ জুলাই) বিকালে রৌমারী উপজেলার নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ২টি সাইট উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের বগারচর ও যাদুরচর ইউনিয়নের লাঠিয়ালডাঙ্গা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন কালে ঘরের নির্মাণশৈলী, গুণগত মান, নির্মাণ সামগ্রী যাচাই করেন, উপকারভোগীদের সাথে মতবিনিময় ও সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সুজাউদ্দৌলা।

তিনি জানান, নির্ধারিত ডিজাইন মোতাবেক কাজ করা হয়েছে,ঘরের গুণগত মান ভালো। পরিদর্শনকালে হস্তান্তরকৃত ও নির্মাণাধীন ঘরের কোথাও কোন ত্রুটি পাওয়া যায়নি।

এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) তানভির আমহেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।