English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১০:৫৮

কোপা নিয়ে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, মাঠে পুলিশের ১১৬ দল

অনলাইন ডেস্ক
কোপা নিয়ে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, মাঠে পুলিশের ১১৬ দল

ঢাকা: কোপা আমেরিকার ফাইনাল নিয়ে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মাঠে নামছে পুলিশের ১১৬টি দল। বাহিনীটি জানিয়েছে, বড় পর্দায় উন্মুক্ত স্থানে জমায়েত হয়ে খেলা দেখা যাবে না। নিজ নিজ বাসায় বসে খেলা উপভোগ করতে হবে।

খেলা শেষে কোনো রকম বিজয় মিছিল, আতশবাজি বা পটকা ফোটানোও নিষেধ করা হয়েছে। ম্যাচের আগের দিন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে এসব বিধিনিষেধের কথা বলা হচ্ছে। পুলিশের একটি দল শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে ঘুরে এই ঘোষণা দিচ্ছে। কেবল শহর নয়, উপজেলাতেও অটোরিকশা, সিএনজি ও পিকআপযোগে মাইকিং করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘যেন কোনো গোলযোগ না হয়, সে জন্য ১১৬টি বিটে চারজন করে কাজ করবে। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। তা ছাড়া ফাইনাল খেলার বিজয়কে কেন্দ্র করে রাস্তাঘাটে বিজয় মিছিল করা যাবে না।’

বিশ্বের দুই ফুটবল পরাশক্তির সমর্থকদের মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে জেলায় আর দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও সেই সংবাদ প্রচার হয়েছে। এ অবস্থায় জেলা পুলিশ কদিন ধরেই সতর্ক করছে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে। কুমিল্লা ও পাবনাতেও আইনশৃঙ্খলা বাহিনী এই সতর্কতা দিচ্ছে।