English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৭:৪৪

গোপালপুরে ৮মামলায় ২৪হাজার ৯শত টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
গোপালপুরে ৮মামলায় ২৪হাজার ৯শত টাকা জরিমানা

করোনাভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও সর্বাত্বক লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে ৮টি মামলায় ২৪হাজার নয়শত টাকা জরিমানা করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, পৌরমেয়র রকিবুল হক ছানা ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হয়।