English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৬:৫৪

করোনা: খুলনায় তিন হাসপাতালে মৃত্যু কমেছে

অনলাইন ডেস্ক
করোনা: খুলনায় তিন হাসপাতালে মৃত্যু কমেছে

খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘন্টায় শনিবার (১০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়।

খুলনা বিভাগে গত টানা তিনদিন ধরে ২২-২৩ জনের ওপরে মৃত্যুর পর অবশেষে সেই সংখ্যা ১০ জনে নেমেছে। গতকাল শুক্রবার (৯ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে করোনায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়। 

জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ছয়জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।  বর্তমানে এই তিন হাসপাতালে ৪৩৮ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৭২ জন। এদিকে, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনা মহানগর ও জেলার রয়েছে ৯৫ জন। 

খুলনায় করোনা চিকিৎসার সমন্বয়কারী ডা. মেহেদী নেওয়াজ জানান, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। অতিরিক্ত রোগীর চিকিৎসাসেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।