English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৬:৪৬

করোনা: মেহেরপুরে নতুন আক্রান্ত আরও ৬৮, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনা: মেহেরপুরে নতুন আক্রান্ত আরও ৬৮, একজনের মৃত্যু

মেহেরপুরে নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় ২১৩ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৬৮ জনের মধ্যে সদর উপজেলার ৪০ জন, গাংনী উপজেলার ২৪ জন ও  মুজিবনগর উপজেলায় ৪ জন। 

তিনি আরও জানান, জেলায় বর্তমানে করোনা আক্রান্তর সংখ্যা ৭৬৪ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৭২ জন, গাংনী উপজেলায় ৩৯০ জন ও মুজিবনগর উপজেলায় ১০২ জন। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী,  এখন পর্যন্ত মেহেরপুর উপজেলায় ৬৮ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ২৭ জন ও মুজিবনগর উপজেলায়  ১৮ জন।