English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৫:৫৪

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ

অনলাইন ডেস্ক
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলার সাহেববাজার বড়ইতলী এলাকায় ধামরাই টু কালিয়াকৈর রাস্তার পাশে সড়ক ও জনপদের জমিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ইতিপূর্বে তিনি তার ক্ষমতা খাটিয়ে বিশাল বড় একটি টিনের ঘর নির্মাণ করেন। পরবর্তীতে বর্তমান সময়ে তিনি টিনের ঘরের ভেতরে রাতের আধারে গোপনে ইটের দেয়াল তুলে পাকা ঘর নির্মাণ করছেন। বাহিরে থেকে কেউ যেন বুঝতে না পারে সেজন্যই তিনি এই অভিনব পদ্ধতিতে সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর পাকা ঘর নির্মাণ করছেন।

গোপন খবরের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, বাহিরে থেকে কেউ যেন বুঝতে না পারে সেজন্য তিনি টিনের বেড়া না সরিয়ে পূর্বের ঘরের ভেতর দিয়ে এই পাকা ঘর নির্মাণ কাজ চালাচ্ছেন। এই ঘর নির্মাণ করে এখানে মাছ অথবা গবাদিপশুর খাদ্য উৎপাদনের একটি কারখানা করবেন বলে জানা গেছে। এব্যাপারে শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আমার ঘরটি সড়ক ও জনপদের জমিতে কিছু অংশ পড়ছে। সড়ক ও জনপথ চাইলে আমার ঘরটি ভেঙে দেবো। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান জানান, অতি তাড়াতাড়ি অভিযান করে ওই ঘরগুলো উচ্ছেদ অভিযান করা হবে।