English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৫:৪৫

সিলেট বিভাগে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩৯৪

অনলাইন ডেস্ক
সিলেট বিভাগে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩৯৪

সিলেটে লকডাউনের মধ্যেও গত কয়েকদিন থেকে থামছে না করোনার ভয়বহতা। বিভাগের চার জেলা মিলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্তের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ। শুধু সিলেট জেলায় শনাক্তের হার আরও বেশি, ৬০ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া মৌলভীবাজার জেলায় শনাক্তের হার ৪৭ দশমিক ৩৭ শতাংশ, হবিগঞ্জে ৪৪ দশমিক ৮৭ শতাংশ ও সুনামগঞ্জে ৩৭ দশমিক ১৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন আরও ৩৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ছয়জন করোনায় মারা গেছেন।

সম্পর্কিত খবরবিএসএফের ধাওয়ায় নিখোঁজ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধারসিলেটে আইসিইউ বেডের জন্য ছুটে বেড়াচ্ছেন রোগী ও স্বজনরা বেতন-ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসিলেটে প্রতিদিন করোনা শনাক্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়েছে ১২ দশমিক ২৯ শতাংশ। শুক্রবার বিভাগে শনাক্তের হার ছিল ৪৩ দশমিক ১২ শতাংশ। সেদিন সিলেটে রেকর্ড সর্বোচ্চ ৪৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। আগের দিন বৃহস্পতিবার বিভাগে শনাক্তের হার ছিল ৪০ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ২৬২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া সুনামগঞ্জে ১৩ জন, হবিগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ছয়জনের মধ্যে চারজন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জে ও মৌলভীবাজারে একজন করে মারা গেছেন। পুরো বিভাগে করোনায় ৫১৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪১৯ জন সিলেট জেলার বাসিন্দা।

নতুন শনাক্তদের নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৯৪১ জন। এদের মধ্যে ২৪ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তদের মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩৩ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৬৩ জন।