English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৫:৪১

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে হত্যা মামলা, গ্রে’প্তার আট

অনলাইন ডেস্ক
রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে হত্যা মামলা, গ্রে’প্তার আট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার (১০ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) আটজনকে আসামি করা হয়েছে।

মামলার পর আট আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার বিকালে হাসেম ফুডসের ওই কারখানায় আগুন লাগে। এরই মধ্যে ৫২টি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালেও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস।