English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৫:৩২

মোরেলগঞ্জ হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি মিলন

অনলাইন ডেস্ক
মোরেলগঞ্জ হাসপাতালে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি মিলন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে অতি জরুরি করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। 

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১৫টি অক্সিজেন সিলিন্ডার, পাল্স অক্সিমিটার ১০টি ও অক্সিজেন কনসেনট্রেটর ৫টি।

শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির নিকট এগুলো হস্তান্তর করেন।জেলা সিভিল সার্জন কে. এম. হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, থাসার ওসি মো. মনিরুল ইসলাম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, যুবলীগ যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগ সভাপতি মহিদুজ্জামান ও  সাধারণ নুরুননবী পরাগ এ সময় উপস্থিত ছিলেন।