English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১৫:২৯

পিরোজপুরে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
পিরোজপুরে আরও ৫ জনের মৃত্যু

পিরোজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার পিরোজপুর জেলা হাসপাতালে ১ জন, কাউখালীতে ২ জন, নেছারাবাদে ১ জন এবং ভান্ডারিয়ায় ১ জন মারা গেছেন।

এছাড়া জেলা হাসপাতালে ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০ জনকে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় সংক্রমণের হার শতকরা ৪৫ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলাতে মোট ১১ হাজার ৩০০ নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৪৩ জনকে পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ১ হাজার ৭ শত ৬৫ জন সুস্থ হয়েছেন এবং ৪৯ জন মারা গেছেন। জেলায় ১ হাজার ১২৯ জন করোনায় আক্রান্ত রয়েছেন। সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, জেলায় করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি রয়েছে। পরিবেশ এখনো আমাদের নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় ১০৮টি নমুনা পরীক্ষা করে ৪০ জনকে পজেটিভ পাওয়া গেছে। রোগীর চাপও অনেক বেশি রয়েছে। জেলা হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২ জন রোগী ভর্তি আছেন। জেলা হাসপাতালে রোগীদের চাপ রয়েছে তবে আমাদের সেন্ট্রাল অক্সিজেনসহ পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।