English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১২:৩৫

ফরিদপুরে করোনায় ভয়াবহ রুপ, একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

অনলাইন ডেস্ক
ফরিদপুরে করোনায় ভয়াবহ রুপ, একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

ফরিদপুরে হঠাৎ করেই ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা। কঠোর লকডাউনেও থামানো যাচ্ছেনা মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তাইতো গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে নতুন করে রেকর্ড সংখ্যক ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ এবং উপসর্গ নিয়ে ৯ জন রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৩৫৬ জনের পরীক্ষা করে ১৬৮ জন করোনা পজিটিভ হয়েছেন। জানা গেছে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য সর্বমোট ৫১৬ টি সিট থাকলেও ভর্তি রয়েছেন ৩৭৫ জন করোনা রোগী।

ফরিদপুর সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৮ জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়। সনাক্তের হার ৪৭.১৯ শতাংশ।

তিনি বলেন, গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা একটু কম থাকলেও তবে আজ শনিবার (১০ জুলাই) শনাক্তের ও মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে।