English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১২:২৪

ভুল চিকিৎসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক
ভুল চিকিৎসায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নে রাণীখার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত অয়ন ভূইয়া (২২) উপজেলার রাণীখার গ্রামের ভূইয়া বাড়ির আমান উল্লাহ ভূইয়ার ছেলে। সে ইউনিভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অয়নের বোনজামাই জানান, বৃহস্পতিবার থেকে অয়নের ডায়রিয়া শুরু হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে শুক্রবার (৯ জুলাই) রাত ১০টার দিকে পল্লী চিকিৎসক হুমায়ূন কবিরের কাছে নেয়া হয়। তিনি অয়নকে সোডিয়াম স্যালাইন ও ওরাডক্স নামের ইনজেক্শন দেন। এতে সঙ্গে সঙ্গে তার খিচুনি শুরু হয়ে নাক-মুখ দিয়ে লালা বের হতে থাকে। তিনি বলেন, তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর পরই অয়নের মৃত্যু হয়।

ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: নাজমুল হক বলেন, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। তার ১০ থেকে ১৫ বার পাতলা পায়খা হতো। গত দুই দিন ধরে এ অবস্থা চলমান ছিল। রোগীর অবস্থা খারাপ থাকায় তাকে রাজধানীর কলেরা হাসপাতালে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু তার আগেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

ধারনা করা হচ্ছে পাতলা পায়খানার কারনে তার শরীর থেকে তরল বের হয়ে গেছে। যার কারনে সে শারীরিকভাবে দুর্বল হয়ে মৃত্যুর কোলে ঢলে পরে। এছাড়া খিচুনি অবস্থায় অয়নকে হাসপাতালে আনা হয়েছিল। ধারনা করা হচ্ছে, অয়নকে যে ইনজেকশন দেয়া হয়েছে, তার পার্শ্বপ্রতিক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

এছাড়া গ্রামের কোন অনঅভিজ্ঞ গ্রাম্য চিকিৎসকের ভুলের কারণে চিকিৎসা সেবায় ত্রুটি থাকতে পারে। তবে বিষয়টি সম্পর্কে স্পষ্টত জানা না থাকার কারণে এর বেশি বলা যাচ্ছে না।

এদিকে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবরে স্বজনেরা গ্রাম্য চিকিৎসায় ভুলের জন্য তার মৃত্যু হয়েছে বলে দাবী করেন।