English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১২:০৯

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩১

ঝিনাইদহে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৯৬জন।

এদিকে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ জন। ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৬৭ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৫’শ ১৩ জনে। সরকারি হিসাবে এ পর্যন্ত মৃত্যু হয়েহে ১৩২ জনের। ৬টি উপজেলার সদরে ৯৩, শৈলকূপায় ১৫, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৩, হরিনাকুণ্ডতে ৬ ও মহেশপুরে ৫ জন।