English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১০:৪৪

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোঃ বাবু হোসেন (২৬) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে। গ্রেফতারকৃত বাবু হোসেন হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের মোঃ সাদেকুল হোসেনের ছেলে।

শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তুল, ২টি ওয়ানশুটার গান, ১টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টায় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোপপুকুর বাজারে অভিযান চালায়।এসময় বাবু হোসেনকে উল্লেখিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।