English Version
আপডেট : ১০ জুলাই, ২০২১ ১০:২৫

৩১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো রূপগঞ্জের কারখানার আগুন

অনলাইন ডেস্ক
৩১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো রূপগঞ্জের কারখানার আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কম্পানির সেজান জুস কারখানায় ভয়াবহ আগুন ৩১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৯ জুলাই) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ওই কারখানায় আগুন লাগে। এতে নিহত হন ৫২ জন।

শনিবার (১০ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাফফুজ রিবেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, ১৮টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, ছয়তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ফায়ার সার্ভিস ডাম্পিংয়ের কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪৯ জনের লাশ আগুনে পুড়ে গেছে। লাশ শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।