English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১৬:২৬

বগুড়ায় হাইওয়ে পুলিশের রেশন স্টোরের উদ্বোধন

অনলাইন ডেস্ক
বগুড়ায় হাইওয়ে পুলিশের রেশন স্টোরের উদ্বোধন

বগুড়া রিজিওনের হাইওয়ে পুলিশের সেবার মান আরও একধাপ এগিয়ে নিতে রেশন স্টোরের উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বগুড়া শহরের উপশহর এলাকায় হাইওয়ে পুলিশের কার্যালয়ের পাশে জুম কনফারেন্সের মাধ্যমে রেশন স্টোরের উদ্বোধন করেন প্রধান অতিথি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম।

এই উদ্বোধনের মধ্য দিয়ে হাইওয়ে পুলিশের সদস্যদের জন্য অন্যতম মাইলফলক হিসেবে রেশন স্টোর চালু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া রিজিওনের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন। জুম কনফারেন্সে হাইওয়ে থানার সকল অফিসার এবং ফোর্স ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন।