English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১৬:১২

যশোরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫২, করোনা আক্রান্তে মৃত্যু ১১

অনলাইন ডেস্ক
যশোরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫২, করোনা আক্রান্তে মৃত্যু ১১

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে মারা গেছে ১১ জন। একই সাথে আক্রান্তর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার প্রায় ৪১ শতাংশ। নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা রোগী ছিলেন। বাকি ছয় জনের উপসর্গ ছিল। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৩৫ জন।

এপর্যন্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫ শত ২২ জন, সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৯৪ জন, করোনা পজেটিভ রোগী মারা গেছে ১৯২ জন ৷ যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ রোগীর মৃত্যু হয়েছে ১১ জন ৷

যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ২০০ জন,কেশবপুরে ১০ জন, ঝিকরগাছায় ৪৫ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুরে ২৩ জন, বাঘারপাড়ায় ৪ জন, শার্শায় ১০ জন, চৌগাছা উপজেলায় ৩৮ জন নতুন করে শনাক্ত হয়েছে ৷