English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১৬:০৪

করোনা মহামারির দুঃসময়ে ‘দুই পট চাল ও ৪০ টাকা’

অনলাইন ডেস্ক
করোনা মহামারির দুঃসময়ে ‘দুই পট চাল ও ৪০ টাকা’

করোনা মহামারির এই দুঃসময়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন দিন আনে, দিন খায় এমন মানুষ। পর্যাপ্ত খাবার ও অর্থের সংকটে কাটছে তাদের দিন। এই অবস্থায় অসহায় ও কর্মহীন মানুষকে সাহায্য করার জন্য কিছু তরুণ কাজ করছেন রাজশাহীতে।

তারা ফাইট এগিনেস্ট কোভিট-১৯ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে চালু করেছেন ‘২ পট চাল ও ৪০ টাকা’ প্রকল্প। অল্প পরিমাণ চাল ও টাকা কেউ দিতে না করবে না, এই ভাবনা থেকেই তাদের এই উদ্যোগের শুরু। সংগ্রহ করা চাল ও টাকা দিয়ে তারা অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

করোনায় চারিদিকে মানুষের নাজেহাল অবস্থা দেখে ভাবনা আসে কীভাবে মানুষকে সাহায্য করা যায়। মূলত মানুষকে সাহায্য করার উদ্দেশ্যেই এই গ্রুপ খোলেন তারা। গ্রুপ খোলেন পরিচিত কিছু মানুষকে নিয়ে। কিন্তু কিছুদিনের মধ্যে গ্রুপটি সবার নজরে আসে। বেড়ে যায় জনপ্রিয়তা। গ্রুপের কার্যক্রমও আস্তে আস্তে বাড়তে থাকে। গ্রুপটির সদস্য সংখ্যা বর্তমানে ১৭ হাজারেরও বেশি।গ্রুপে চ্যালেঞ্জার্স (স্বেচ্ছাসেবক) হিসেবে কাজ করছেন অনেকেই। এর মধ্যে রক্তিম আকিব, তমাল রহমান, আলিফের নেতৃত্বে গ্রুপের চ্যালেঞ্জার্সরা বাড়ি বাড়ি গিয়ে দুই পট চাল ও চল্লিশ টাকা সংগ্রহ করছেন। সেই চাল ও টাকা পৌঁছে দিচ্ছেন কর্মহীন ও অসহায় মানুষদের কাছে। প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন এলাকা থেকে চলছে এই চাল ও টাকা সংগ্রহের কাজ। কোনোদিন এর পরিমাণ বেশি থাকে আবার কোনোদিন কম।

গ্রুপের স্বেচ্ছাসেবক তামান্না মুস্তারী বলেন, ‘যে পরিমাণ মানুষ এখন অসহায় হয়ে পড়েছে সবাইকে সাহায্য করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমরা চেষ্টা করছি অন্তত কিছু মানুষকে সাহায্য করার। যাদের সামর্থ্য আছে তারা যদি এই কাজে কিছুটা সহযোগিতা করেন তাহলে আমরা লক্ষ্যে এগিয়ে যেতে পারবো।’

তারা ঈদুল ফিতরের সময় দুস্থদের ঈদের জামা ও শুকনো খাবার বিতরণ করেছেন। তবে গত কয়েকদিনের লকডাউনে যখন সাধারণ মানুষ খাদ্য সংকটে তখন প্রতিদিন শতাধিক খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কাছে। 

স্বেচ্ছাসেবক গ্রুপের সদস্যরা জানান, করোনা বর্তমানে যে ভয়াবহ রূপ নিয়েছে সেখানে গ্রুপের মাধ্যমে যদি কিছু মানুষের উপকার হয় তবেই তারা সফল হবেন।