English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১৩:৪৮

বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন এপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকরা। এতে দুই মহাসড়কেই ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

সম্পর্কিত খবরনারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৪ডিএনডি এখন অভিশাপে পরিণত হয়েছে: শামীম ওসমানফতুল্লায় প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেপ্তারবিষয়টি নিয়ে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পোশাকশ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে রাস্তায় অবরোধ শুরু করলে যানজট তৈরি হয়। আমরা চেষ্টা করছি তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে।