English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১২:৫৮

খুলনায় করোনা পরিস্থিতি ভয়াবহ, একদিনে আরো ৫১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
খুলনায় করোনা পরিস্থিতি ভয়াবহ, একদিনে আরো ৫১ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্দ্ধমূখী। গত ২৪ ঘণ্টায় বিভাগে ৫১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩২ জনের। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ছয়জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল ও মাগুরায় তিনজন করে এবং বাগেরহাটে ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ হাজার ১৮৪ জন।