English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১২:৩৭

করোনা: নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত আরও ৫৭

অনলাইন ডেস্ক
করোনা: নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত আরও ৫৭

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ২৩ জন নারী। আক্রান্তের হার শতকরা ২৭ দশমিক ৫৪। 

ময়মনসিংহ ল্যাবে ১২৫টি নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয় ১৫ জনের। নেত্রকোনা জেলায়  র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে ৮২ জনের। তাদের মধ্যে ৪২ জন টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। মোট পরীক্ষিত নমুনার সংখ্যা ২০৭ টি। 

শনাক্ত ৫৭ জনের মধ্যে নেত্রকোনা সদরে ২৭ জন, কলমাকান্দায় ৪ জন, বারহাট্টায় একজন, আটপাড়ায় একজন, মদনে ৪ জন, কেন্দুয়ায় ৩ জন, দুর্গাপুরে ৭ জন, পুর্বধলায় ৪ জন, মোহনগঞ্জে ৫ জন ও খালিয়াজুরীতে একজন। এছাড়া শনাক্তদের মধ্যে অধিকাংশই নেত্রকোনা শহরের। শনাক্তদের মধ্যে কাটলীতে ৮ জন, মোক্তারপাড়ায় ৫ জন, সাতপাইয়ে ৩ জন, নাগড়ায় ২ জন, বড়বাজারে ২ জন, কুরপাড়ে ২ জন, চকপাড়ায় ২ জন, পারলায় একজন, বাংলায় একজন ও পুলিশলাইনে একজন। 

এখন পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ২০,০৫০ টি। রিপোর্ট পাওয়া গেছে ১৯,৬৭৬ টি। জেলায় মোট শনাক্ত ১৯০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২১৮ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।