English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১২:৩৪

বরগুনা নতুন শনাক্ত ৬২, করোনায় মারা গেলেন পুলিশ সদস্য

অনলাইন ডেস্ক
বরগুনা নতুন শনাক্ত ৬২, করোনায় মারা গেলেন পুলিশ সদস্য

বরগুনায় করোণা সংক্রমণ বেড়েই চলছে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬০ জন আক্রান্ত হয়েছে এর মধ্যে বেতাগী থানায় কর্মরত অবস্থায় হাবিবুর রহমান (৫৭) এক পুলিশ সদস্য মৃত্যু হয়েছে। এ জেলায় এখন পযন্ত ৪৯% আক্রমণ সংখ্যায় দাড়িয়েছে।

সারাদেশে ৮ ম দিনের মতো কঠোর লকডাউনের চলেও  বরগুনা শহর লকডাউনের কোন নমুনা দেখা যায়নি। প্রশাসনের তৎপরতা থাকলেও লোকজন লকডাউন মানছেন না। স্বাভাবিকভাবে কেনাকাটা করছে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সহ অন্যান্য দোকানপাটও খোলা দেখা গেছে। স্বাভাবিকভাবে অটোরিকশা, রিকশা চলছে। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, নেই কারো মাস্ক।

বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬২ জন। মৃত্যু ১ জন। এখন পযন্ত মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭৫১ । মৃত্যু ৩৯ জন।  চিকিৎসাধীন রয়েছে ৩৫০ জন। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে ৬০ জন।  যার চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বরগুনার গণস্বাস্থ্য বিভাগ।