English Version
আপডেট : ৮ জুলাই, ২০২১ ১২:১৮

চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন ৩ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা হলো ১২৫।

এদিকে বুধবার  ৫১৫টি নমুনা পরীক্ষায় জেলায় রেকর্ড ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাতেহ আকরাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে চলমান কঠোর লকডাউনেও সাধারণ মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। নানা অজুহাতে বাইরে আসছেন সাধারণ মানুষ। কঠোর লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে আছেন।