English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৬:১৮

গোপালগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতির সংকটময় মুহূর্তে আতংকগ্রস্থ রোগীদের চিকিৎসা সেবা দিতে গোপালগঞ্জে মেডিকেল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জুলাই) দিনব্যাপী এ ক্যাম্পেইনে সামরিক ও বেসামরিক ৫ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম চিকিৎসা প্রদান করে। সেখানে টুঙ্গিপাড়ার ২ শ’ ৫০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। যশোর ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের জিওসি মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের নির্দেশনায় ১৪ ইস্ট বেঙ্গলের ক্যাম্পেইনটি পরিচালিত হয়। সকাল ১১টায় জিটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন, ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, পিএসসি। এ সময় ১৪ ইষ্ট-বেঙ্গলের কমান্ডিং অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়ার চলতি দায়িত্বপ্রপ্ত ইউএনও দেদারুল ইসলাম ও থানার ওসি এ এফ এম নাসিম সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে সেনাবাহিনীর পক্ষ থেকে ১৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। পরিবারের সদস্যদের হাতে ত্রাণ তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান পিএসসি। মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, সেনা প্রধানের নির্দেশনায় আমাদের জন্য বরাদ্দকৃত রেশন সাশ্রয় করে, তা দিয়ে দেশের এ সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে সেনাবাহিনী।