English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৬:০৮

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

অনলাইন ডেস্ক
নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নাটোরে সুদের টাকার জন্য এক মুদি ব্যবসায়ীর দোকানে তালা মারার প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল গণিকে (৫৫) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে রক্ষা করতে এসে জয়নুদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের হাত ভেঙে যায়।

বর্তমানে আহত দুইজনই নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের আজি মণ্ডল দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। বছর দুয়েক আগে স্থানীয় মুদি ব্যবসায়ী ওমর আলী ৪ বছর আগে ব্যবসায়িক প্রয়োজনে তার নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা সুদ নেয়।কিন্তু এখন পর্যন্ত ৭ লাখ টাকা পরিশোধ করলেও রবিবার ওমর আলীর দোকানে তালা দেয় আজি মণ্ডল। এ ঘটনার প্রতিবাদ করে লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আব্দুল গণি। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় আজি মণ্ডল এবং তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আব্দুল গণিকে হত্যাচেষ্টা করে। এসময় আব্দুল গণিকে বাঁচাতে এসে মারধরের শিকার হয় জয়নুদ্দিন। পরে তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সেলিম জানান, আজি মণ্ডলের লোকজন কুপিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল গণিকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাঙ্গাঙ্গীর আলম জানান, এ ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।