English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৬:০৪

সোনাতলা থানা পুলিশের অভিযানে ১২ মামলা

অনলাইন ডেস্ক
সোনাতলা থানা পুলিশের অভিযানে ১২ মামলা

বগুড়ার সোনাতলায় লকডাউনে বিধি বহির্ভূতভাবে মোটরসাইকেল চালানোয় এবং করোনাকালীন নির্দেশনা অমান্য করায় ১০টি মোটর সাইকেল আটক ও ১২টি মামলা করেছে সোনাতলা থানা পুলিশ।  সোনাতলা পৌর এলাকার রেলগেট ও বালুয়াহাটে সোমবার পুলিশের বিশেষ অভিযানে এ মামলা ও আটকের ঘটনা ঘটেছে।

সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে রাস্তায় চেকপোস্ট বসিয়ে পজ (পয়েন্ট অফ সেল) মেশিনের মাধ্যমে এ মামলা দেওয়া হয়েছে। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন, পুলিশ সার্জেন্ট তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। 

এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, জনগণ আইন ও জরিমানার বিষয়ে জানলেও তা মানার ব্যাপারে বেশ উদাসীন। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে জনসচেতনতার বিকল্প নেই। ফিটনেসবিহীন গাড়ী, যত্রতত্র রাস্তা পারাপার, ওভারটেকিং, যেখানে-সেখানে যাত্রী ওঠানো-নামানো এসব বিষয়ে কঠোর না হলে কিছুতেই সড়ক নিরাপদ হবে না।