English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৫:১৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতি, নৌকা ও কীটনাশক জব্দ

অনলাইন ডেস্ক
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতি, নৌকা ও কীটনাশক জব্দ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে একটি নৌকা, ১৬ বোতল ও ৬ প্যাকেট কীটনাশক উদ্ধার করেছে সুন্দরবন বিভাগ। অভিযানকালে দুর্বৃত্তরা নদীতে ঝাঁপিয়ে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনপ্রহরী শেখ আব্দুল মালেকের নেতৃত্বে মঙ্গলবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে অভিযান চালিয়ে বিষ দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে একটি নৌকা, ১৬ বোতল ও ৬ প্যাকেট বিষ, একটি জাল ও বরফ জব্দ করা হয়েছে।

অভিযান কালে দুর্বৃত্তরা নদীতে ঝাঁপিয়ে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের হয়েছে। এর আগে সোমবার ভোরে সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ এক জেলেকে আটক করে বন বিভাগের কর্মকর্তারা।উল্লেখ্য, সুন্দরবনের সব নদ-নদী খালে মাছের প্রজনন মৌসুমে মৎস্য সম্পদ রক্ষা ও ডলফিনের অভয়ারণ্য সংরক্ষণসহ বনকেন্দ্রীক অপরাধ দমনে ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।