English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৩:০০

ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৩০

ঝিনাইদহ: লকডাউন দিয়ে মানুষ চলাচল ও দোকানপাট বন্ধ করেও যেমন সংক্রামন কমানো যাচ্ছে না তেমনি কমছে না মৃত্যুর হার। লকডাউনের ষষ্ঠ দিনেও ঝিনাইদহে করোনায় শনাক্ত ও মৃত্যু উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহ  ল্যাব থেকে ৫৯১ টি নমুনার ফলাফল এসেছে যার মধ্যে নতুন আক্রান্ত ২৩০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

তবে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: লিমন পারভেজ বলেন, তাদের অনেক সীমাবদ্ধতার পরও ২৪ ঘন্টা সাধ্যমতো সেবা পাচ্ছেন রোগীদের। হাসপাতালে লোকবলের সংকট থাকায় সেবা কিছুটা বিঘ্নত হচ্ছে বলে তিনি জানান। এদিকে শৈলকুপা পৌরসভার মেয়রও করোনায় আক্রান্ত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।