English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১১:৪৬

কুমিল্লায় পঞ্চম দিনে ২৬৮ মামলা, ২৭৯ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
কুমিল্লায় পঞ্চম দিনে ২৬৮ মামলা, ২৭৯ জনকে জরিমানা

সরকার নির্দেশিত ‘কঠোর বিধিনিষেধের’ মধ্যে কুমিল্লায় পঞ্চম দিনে ২৬৮টি মামলা এবং ২৭৯ জনকে ৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন ও ১৭টি উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন ৩৯টি ভ্রাম্যমান আদালত। সরেজমিন দেখা যায়, কঠোর লকডাউনের পঞ্চম দিনে কুমিল্লা নগরীর অলিতে গলিতে অটোরিক্সা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়, মনোহরপুর, টমছমব্রীজ, ইপিজেড এলাকা, ঢুলিপাড়া, বাখরাবাদ, চকবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ, শাসনগাছাসহ অন্যান্য চেকপোস্টগুলোতে সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়। পণ্যবাহী ও জরুরি সেবার কাজে নিয়োজিত যানবাহনগুলো ছাড়া লকডাউনের আওতায় নিষিদ্ধ কোনও ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। প্রয়োজনের তাগিদে মানুষ বাইরে বের হলেও চেকপোস্টগুলোতে বাধার মুখে পড়তে হচ্ছে। বের হওয়ার যথাযথ কারণ জানাতে ব্যর্থ হলে শাস্তিও পেতে হচ্ছে। তবে কুমিল্লা বিভিন্ন অলিতে গলিতে ব্যাটারী চালিতে অটোরিক্সা ও ইজিবাইক, সিএনজি চলাচল করতে দেখা গেছে।

এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে জরুরি প্রয়োজন ছাড়া কোনও যাবাহন চলাচল করছে না। হাইওয়ে পুলিশ মিলে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। বিশেষ কারণ ছাড়া ঘর থেকে বের হলেই মামলা অথবা জরিমানার গুনতে হচ্ছে। জেলা প্রশাসনের ৩৯টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা চেকপোস্টে দায়িত্ব পালনসহ টহল অব্যাহত রেখেছে। চেকপোস্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক কর্মীরা। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘দিনভর কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ টিম টহল দিয়েছে।’ সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনে কুমিল্লার ১৭ উপজেলায় ৩৯টি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।

জেলাজুড়ে অভিযান চালিয়ে লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে চলাচল, খাবার হোটেল, দোকানপাট খোলা রাখাসহ বিধিনিষেধ অমান্য করায় এখন পর্যন্ত ২৬৮টি মামলা করা হয়। এতে ২৭৯ ব্যক্তিকে ৩ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন জানান, লকডাউনে জুয়া খেলার অপরাধে তিনজনকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এদিকে জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলায় ১৯২টি অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘দিনভর কুমিল্লা নগরী ও বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ছাড়াসেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা চেকপোস্টে দায়িত্ব পালনসহ টহল অব্যাহত রেখেছে। আমরা কারও বিরুদ্ধে আইন প্রয়োগ করতে চাই না। সবাইকে আইন মেনে চলতে হবে।