English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১১:৩৯

চাঁপাইনবাবগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে আরও ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের আরও ৩ জন মারা গেছেন। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২ জন ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে আরটিপিসিআর ল্যাব, র‌্যাপিড এন্টিজেন টেস্ট ও জিন টেস্টে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গড় শনাক্তের হার ১২.৬৫ শতাংশ। 

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ৪৩২৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৩৪৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছেন ১৬৬ জন।