English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১১:৩৫

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। 

মারা যাওয়া ১৭ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালে করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনা মহানগরের চানমারী এলাকার মমতাজ বেগম (৫৫), খালিশপুরের রহিমা পারভীন, সোনাডাঙ্গার মনোয়ারা বেগম (৫০) ও বাগেরহাটের ফকিরহাটের সুব্রত পাল (৪৫)। এছাড়া হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতরা হলেন- নগরের বড় বয়রা এলাকার নোভা রানী দাশ (৭৫), খুলনার ডুমুরিয়ার নজরুল ইসলাম (৬৮), পাইকগাছার কপিলমুনির শোভা রানী সাহা (৭৫) ও বাগেরহাট সদরের মাহমুদা বেগম (৫৫)।

খুলনা জেনারেল হাসপাতালে মৃতরা হলেন- খুলনার খালিশপুরের জিল্লু মিয়া (৬৫), রূপসার নন্দনপুরের শরিফুল ইসলাম (৫২), বাগেরহাটের ফকিরহাটের শারমিন বেগম (৪৫) ও মারিয়া (৩৯) এবং রূপসার রহিম নগরের আমির হোসেন (৬৫)।

গত ২৪ ঘণ্টায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোনো রোগী মারা যায়নি।