English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১১:২৫

করোনা কেড়ে নিলো আরো এক পুলিশ সদস্যের প্রাণ

অনলাইন ডেস্ক
করোনা কেড়ে নিলো আরো এক পুলিশ সদস্যের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক পুলিশ সদস্য। তার নাম মো. জামাল মাতুব্বর (৫২)।

সোমাবার (৫ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবরখুলনার তিন হাসপাতালে প্রাণ গেলো ১৭ জনেরভারতে ১১১ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণমমেকের করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যুজামাল মাতুব্বর রাজবাড়ী জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

জামাল মাতুব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জামাল মাতুব্বর ফরিদপুর জেলায় ভাঙ্গা থানার মানিকদাহ গ্রামের আব্দুল ওয়াদুদ মাতুব্বরের ছেলে। গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস বলেন, জামাল মাতুব্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সন্ধ্যায় মারা গেছেন। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে বাঁচানোর জন্য।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, 'পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেক পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন। জামাল মাতুব্বর তাদের মধ্যে একজন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।